মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়াম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ , মৌলভীবাজার সদর উপজেলা , শ্রীমঙ্গল উপজেলা ও মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উল্লিখিত শাখা সমূহে শুধুমাত্র সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশীদের আজ শনিবার ( ১৭ ফেব্রুয়ারী ) সকাল – ১১ টা থেকে দুপুর-২ টা পর্যন্ত চৌমোহনাস্হ জেলা যুবলীগের কার্যালয় দপ্তর শাখায় জীবন বৃত্তান্ত নেওয়া হয়েছে।
মৌলভীবাজার সদর সভাপতি পদে ৭ জন , দিপাংশু চন্দ্র, শোয়েব খান , তাজুল ইসলাম , আব্দর রহমান, সোহেল আহমদ, জায়েদুর করিম (মনু) আব্দুর মুকিদ (দিপু) সাম্পাদক পদে ১১ জন , আকিকুর রহমান (লেখন ) রাজন হোসেন তৌফিকুল , নিকেশ দেব , সৈয়দ শাহ মনসুর আহমদ , প্রানকষ চক্রবর্তী , রাহাত আহমদ , শায়েক হোসেন , আহসান হাবিব উল্ল্যা, সুলতান মাহমুদ , মোহাম্মদ আলী শাহান, মোঃ মনোয়ার আহমদ, , পৌর যুবলীগ সভাপতি পদে মুবিন রাজা , শাহ নেওয়াজ , খোকন চন্দ্র পাল শিমুল আহমদ , জগদীশ দাশ , শেখ মোঃ পলাশ আহমদ , সৈয়দ মেহবুব মোশেদ, সাম্পাদক পদে , আফজল হোসেন , মোঃ মোস্তাফিজুর রহমান , আমিরুল হামজা চৌধুরী , মোঃ রাশেদ আহমদ , মোঃ মামুন আহমদ চৌধুরী , মোঃ মাহবুব রহমান ( শাত্তন) , নিজাম উদ্দিন চৌধুরী, মোঃ মোস্তাকিম আহমদ , সৈয়দ হামীম আহমদ, এবং শ্রীমঙ্গল উপজেলার সভাপতি পদে প্রত্যাশা ১১ জন্য ও সম্পাদক পদে প্রত্যাশী ৩৭ জন ।