খুলনা থেকে স্বপন কুমার রায় : জিবন শুরু করে এবং প্রকৃতিক রঙ ফিরে আনে।
এই বসন্ত বরণ নিয়ে বাঙ্গালির বিভিন্ন প্রচালিত কথা রয়েছে।প্রতি বছরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বসন্তকে হাসি মুখে বরণ করে নেয়। এবং বসন্ত উপলক্ষে প্রথম দিনটি আনন্দ উল্লাসে সবাই মেতে ওঠে। বসন্ত উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এই বসন্ত উপলক্ষে প্রত্যেকের মনে আনন্দের সুরের গান গেয়ে এই দিনটি অর্থাৎ বসন্ত বরণ করে নেয়।
বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ছয়টি ঋতু রাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঋতু হলো বসন্ত। ফাল্গুন মাসকে অপেক্ষা করেই বসন্ত শুরু হয়। প্রত্যেকেই প্রতিবছরে পহেলা ফাল্গুনের অপেক্ষা করে। কারণ পহেলা ফাল্গুন মানুষের ভালবাসার নতুন সম্ভাবনার আলো ছড়ায়। এবং সকলের জীবনকে রাঙিয়ে রঙ্গিন করে তোলে। এ কারণে অনেকেই নতুন বছরে ২০২৪ সালে কবে পহেলা ফাল্গুন কবে এই তথ্যগুলো জানার চেষ্টা করে। অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ রোজ বুধবার পহেলা ফাল্গুন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ইংরেজি বছর হিসাব করে। এ কারণে বাংলা মাসের দিবসগুলো কবে শুরু হয় এগুলো অনেকেরই জানা থাকে না। পহেলা ফাল্গুনের ভালবাসা দিবস বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয়। কারণ ১লা ফাল্গুনে বসন্তের আগমন ঘটে। কিছু মানুষ রয়েছে ইংরেজি তারিখে ১ লা ফাল্গুন কবে শুরু হবে এ তথ্য জানার চেষ্টা করে। অর্থাৎ ইংরেজি তারিখ 14 ফেব্রুয়ারি 2024 ইং বাংলা মাসের ১ লা ফাল্গুন শুরু হবে।
বাঙালির ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক চেতনা ধরে রাখার জন্য এবং বসন্তকে উৎসব মুখর করে বরণ করে নেওয়ার জন্য সবাই পহেলা ফাল্গুন দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস হিসেবে প্রতিবছরে উদযাপন করা হয়।