বরুড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। কমিটির সদস্য ও সাংস্কৃতিক কর্মী শাকিলা জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র সিংহ, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, বরুড়া মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান,  এসময় উপস্থিত ছিলেন পয়ালগাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি তরুন আচার্য, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুজিনা খন্দকার, দেওড়া উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আবদুস সাত্তার, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোসলেম মিয়া, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ সহ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button