বড়স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-৬

চাঁদপুর প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর শহরের বড়স্টেশন মুলহেডে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের যমুনা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় ৮/১০ জনের মতো আহত হয়।
আহতোরা হলেন ঐ এলাকার বাকের বেপারীর পুত্র শাহ আলম, মিলন গাজিপুত্র সাব্বির, মুমিন প্রধানের পুত্র জিহাদসহ মহিউদ্দিন,সেলিম, নূরে আলম সহ আরো বেশ কয়েকজন।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আশঙ্কা জনক দেখে তাদেরকে ঢাকায় প্রেরন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় স্টেশন মুলহেডের ভিতরে দীর্ঘদিন ধরে বাচ্চাদের খেলনা রাইডস্ ঐ এলাকার আওয়ামী সরকারের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে।
৫ ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত সেই রাইডস গুলো বন্ধ রয়েছে। বর্তমানে সেই রাইডস গুলো পূর্বের ব্যক্তিদের থেকে নিয়ে নতুন করে ৭ নং ওয়ার্ডের যুবদল নেতা জিয়া প্রধানিয়া, কবির সরকার ও ফয়েজের নেতৃত্বে পুনরায় চালু করার প্রকৃয়া শুরু করে।এই সংবাদ পেয়ে একই এলাকার শাহআলমের নেতৃত্বে আরেকটি গ্রুপ তাতে বাধা প্রধান করে।তারা বিষয়টি তাদের দলীয় উর্ধতন নেতাদেরকে অবহিত করেন।
তখন তারা নির্বাচনের আগ পর্যন্ত এই খেলনা রাইডসের কার্যক্রম বন্ধ রাখতে বলেন।
কিন্তু এতে জিয়া প্রধানিয়ার লোকজন রাজি না হয়ে তারা সেখানে পুনরায় খেলনা রাইডসগুলো বসানোর চেষ্টা করেন।
এসময় শাহ আলমের সাথে থাকা লেকজন নেতার নির্দেশ মতো এখানে রাইডস বসানো যাবে না বলে বাধা প্রয়োগ করেন ।
এই নিয়েই দু’পক্ষের মাঝে সোমবার সন্ধায় সংঘর্ষ শুরু হয়।
এসময় যুবদলের নেতা জিয়া প্রধানিয়া , কবির সরকার, জয়, তাজু, মোস্তফা বন্দুকসি সহ প্রায় ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল শাহআলম,সাব্বির,জিহাদ,মহিউদ্দিন, নুরে আলম ও তার সাথে থাকা লোকজনদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।এতে করে বেশ কয়েকজন আহত হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এবং এলাকার লোকজন আহতদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনার হাসপাতালে নিয়ে ভর্তি করান।এবিষয়ে আহতোদের পরিবারের লোকজন জানান, আমরাই এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সুষ্ট তদন্ত সাপেক্ষে সু-বিচার কামনা করছি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button