স্টাফ রিপোর্টার: বগুড়া রংপুর মহাসড়কের হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি চালিত অটো একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু এবং পাঁচ জন আহত হয়েছে ।
স্থানীয় জনগণ জানান,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা হাইওয়ে পুলিশের ধাওয়ায় দিশেহারা সিএনজি, প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা আমরা সিএনজিটিকে সিগন্যাল দিলে সে সিগনাল অমান্য করে দ্রুতগামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর দিক থেকে আসা দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। জাহানারা বেগম নামে এক মৃত্যুর ঘটনা ঘটে এবং আরো পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । আজ রবিবারবগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া জেলা ও গাইবান্ধা জেলার রহবল দোসীমানা নামক স্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের চেক পোস্ট পরিচালোনা কালে একটি সিএনজিকে ধাওয়া করলে সময় সিএনজি দ্রুত মোড় নিলে দ্রুত গামি কারের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মারা যান, গাইবান্ধা সাঘাটার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৫০)। হাইওয়ে পুলিশ এ দুর্ঘটনার দায়-দায়িত্ব কে নিবে এখন
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার রহবল দ্বো-সীমানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়েছিল। কিন্তু অটোরিকশাকে ধাওয়া করা হয়নি। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে আছে।