বিশেষ প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দী থেকে নিখোঁজ ১০ দিনপর অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের বস্তাবন্দি লাশ রাতে গাবতলী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্র নাছিম (১৪), সারিয়াকান্দী উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে জানাগেছে। গত ২৫ মার্চ সবেবরাতের রাতে নাসিম বাড়ি থেকে মিখোঁজ হয়। ৪ মার্চ সোমবার রাতে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের একটি বাড়ির গোয়াল ঘরের মেঝেতে বস্তা বন্দি অবস্থায় পুতে রাখা হয়েছিল তাকে। ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার ( গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ও সারিয়াকান্দির থানার ওসি সহ পুলিশ সদস্যগন লাশ নাসিমের উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
8