বিশেষ প্রতিনিধি : বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ টি মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
ডিবি অফিস সূত্রে জানা যায় ,শহরের রহমাননগর এলাকা থেকে গত ১৪ ই ফেব্রুয়ারি দুইটি মোটরসাইকেল রাত্রিবেলা চুরি সংগঠিত হয় চুরি ঘটনায় বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করলে তাৎক্ষণিক ওসি সদর মামলাটির দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। ডিবির একটি টিম গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি সহায়তায় বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, পাবনা ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাদীর এজাহারে উল্লেখিত মোটর সাইকেল ২টি উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার । গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১,জয়পুরহাট জেলার কালাই থানা এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে শাহ আলম (৩৫) ২, কাহালু থানা এলাকার -মৃত ফেলা তালুকদারের মোঃ রাসেল তালুকদার (২৮) ৩,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার মোঃ এরফান আলী ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ওরফে নয়ন (৩৯) ৪, গাইবান্ধা জেলার সাদাঘাট থানা এলাকার মিঠু মিয়ার ছেলে রাজু মিয়া(৪০) ৫, পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকার মৃত মুনতাজউদ্দিননের ছেলে ওমর ফারুক
আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, গত ১৩ জানুয়ারী দিনগত রাত্রী অর্থ্যাৎ ১৪ জানুয়ারী ভোর অনুমান ৫ টায় বগুড়া রহমাননগর কাজীখানা মোড় তার ৬ষ্ঠ তলা বিশিষ্ট ভাড়া বাসার নিচতলার সিঁড়ির নিচ হইতে আসামীগণসহ অন্যান্য পলাতক আসামীরা যোগসাজসে বাদী ও তার বন্ধুর ব্যবহৃত উল্লেখিত মোটর সাইকেল ২টি কৌশলে তালা খুলে চুরি করিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মোটর সাইকেলটি দুটি পাবনা জেলার সদর থানার ৫নং আসামীর নিকট বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামীদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ১নং আসামী মোঃ শাহ আলম ও ২নং আসামী মোঃ রাসেল তালুকদার সেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদাণ করে। ইতিপূর্বে আসামী শাহ আলম এর নামে ৫ টি, রাসেল এর নামে ৬ টি, জাহাঙ্গীর আলম ওরফে নয়ন এর নামে ৩ টি ও মোঃ রাজু মিয়া, এর নামে ২ টি মামলা রহিয়াছে বলে জানা যায়।