
ফৌজিয়া আক্তার, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর ফাউন্ডেশনের আয়োজনে জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস (পিএএ), ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হালিম এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব শামসুল আজম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও ফরিদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক এম এ সামাদ এবং ফরিদপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. শেখ আব্দুস ছামাদ।
বক্তারা তাঁদের আলোচনায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর ফাউন্ডেশনের দীর্ঘ পথচলা ও বিভিন্ন মানবিক কার্যক্রম তুলে ধরেন। তাঁরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী দিনে দেশ গঠন এবং শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। বক্তারা আশা প্রকাশ করেন, এই মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৫৭ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের এই উদ্যোগ জেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত সুধীজন।




