কয়রা (খুলনা) প্রতিনিধি: প্রান্তিক এলাকা খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে SSC97 ও HSC99 ব্যাচ এর অর্থায়নে এবং এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল সংগঠন এর তত্ত্বাবধানে প্রান্তিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের সময় সংগঠনের উপদেষ্টা মনোরঞ্জন কুমার বলেন, এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য।ভবিষ্যতেও শীতবস্ত্র বিতরণসহ প্রান্তিক মানুষের সেবায় আরও কর্মসূচি গ্রহণ করবে। পাশাপাশি শীতার্ত মানুষের জন্য সমাজের বিত্তশালী মানুষেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন উক্ত ওয়ার্ডের মেম্বার, এ ছাড়া শীতবস্ত্র বিতরণে এলাকার অন্য সেচ্ছাসেবী সংগঠনের সংগঠক সহ বিভিন্ন গনমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।