প্রস্তাবিত পাটকেলঘাটা উপজেলা সমিতির ঢাকার ইফতার মাহফিলে জনস্রোত

জামাল উদ্দীন সাতক্ষীরা থেকেঃ উপজেলা প্রস্তাবিত সমিতি ঢাকা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত কাল রমজান ৪রমজান আ ক মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়াম ফার্মগেট ঢাকায়। অনুষ্ঠানে সমিতি সভাপতি মোঃ তারিকুল ইসলামে সভাপতি ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম হাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে সমিতির পক্ষে শুরুতে ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ রুহুল আমিন আকাশ সবাইকে ধন্যবাদ জানান উপস্থিত সকলকেই পরবর্তীতে সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম এলাকার অসহায় রুগী ঢাকায় আসলে তাদের নিয়ে কি করেন ভবিষ্যতে কি করতে চান সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলেন এবং সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়াও তিনি এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে অর্থের অভাবে বিশ্ববিদ্যালয় বিমুখ না হয় সে বিষয়ে একটি প্রকল্প হাতে নিয়েছেন তার বিস্তারিত আলোচনা করেন। সেখানেও সকলের সহযোগীতা চেয়েছেন। পাটকেলঘাটা সাতক্ষীরার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে চার শতাধিক মানুষের উপস্থিতি ঘটেছিল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান সাবেক এমপি, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি, মোহা: আলিম মাহমুদ, চট্টগ্রাম ফরেস্ট একাডেমীর পরিচালক, ড. মোল্যা রেজাউল করিম; মানবিক ডাঃ আবদুস সালাম, অ্যাড. স্বরাজ চ্যাটার্জি বাপ্পা, প্রকৌশলী কার্তিক চন্দ্র ঘোষ গাজী আব্দুল গনি, তুহিন চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম, অ্যাড. ওয়াছেল উদ্দিন, শেখ শামীম ইসলাম পাটকেলঘাটা ছিদ্দীকিয়া কওমীয়া মাদ্রাসার সুপার মাওলনা মনিরুল ইসলাম সহ লাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তালা উপজেলা সমিতি-ঢাকা এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি প্রতিনিধি টিম, সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি নেতৃত্বে একটি প্রতিনিধি টিম, বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সমিতির সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতিকে ভালোবেসে অনেক কষ্ট করে ইফতার ও দোয়া মাহফিল আসার জন্য। সর্বশেষ মোনাজাত পরিচালনা করেন পাটকেলঘাটা কাওমিয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা মনিরুল ইসলাম।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button