প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

অনলাইন ডেস্ক: শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর শ্যামলীর রিং রোডে নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, যে অর্জনগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে, সম্মান দিয়েছে, সে অর্জনগুলো আজকে ধ্বংসলীলায় পরিণত হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ আজ আক্রান্ত। আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করছে। শেখ হাসিনা কোথাও পালাবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা ও উন্নয়ন চায়নি বলেই তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মেট্রোরেল, সেতু ভবন পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত জায়গায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সন্ত্রাসীদের পক্ষে কথা বলে। মিথ্যাচার করে সহিংসতাকারীদের সহায়তা করে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। সারাদেশের পাড়া মহল্লা, থানা ওয়ার্ডে সতর্ক থাকতে হবে।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button