পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা এক বিজিবি সদস্য সহ দুই জন আটক

কাজী নূরনবী ,জেলা প্রতিনিধি নওগাঁঃ দেশব্যাপী চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতারক চক্রের এমন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, জেলা ডিবির একটি বিশেষ টিম গতরাতে নওগাঁ জেলার বদলগাছি থানাধীন কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন বদলগাছির কোলা হুদ্রাকুড়ি এলাকার সেকেন্দার মন্ডলের ছেলে ফরিদ হোসেন (৩২) এবং একই এলাকার সিরাজুল সরকারের ছেলে খায়রুল সরকার (৩০)। প্রাথমিকভাবে জানা গেছে ফরিদ হোসেন বিজিবি সদস্য। দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। খাইরুল ইসলাম ছিল তার সহযোগী এবং খাইরুল ইসলাম বদলগাছি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে এই প্রতারণা করেছেন।
নওগাঁয় উভয় পরস্পর যোগসাজশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লক্ষ টাকায় চুক্তি করেন। তাদের নিকট থেকে তিনটি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এছাড়াও অভিযুক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত মর্মে সন্দেহে স্বাক্ষরিত ছয়টি ব্যাংক ও স্বাক্ষরিত নয়টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয় এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button