সুদর্শন ব্যানার্জী: পিরোজপুর: জেলা শহর পিরোজপুরে ’সারাদেশের ৫ই আগস্ট পরবর্তী সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা,ডাকাতি,সাধারণ জণগনের বাড়ি-ঘরও দোকানপাঠ ভাংচুর,লুটপাটএবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় হিন্দুধর্মাবলম্ভীরা’।
১০ই আগস্ট শনিবার বিকাল ৪ টায় টাউনক্লাব রোডের সামনে দিয়ে শুরু করে সিওফিস ঘুরে রাজারহাট হয়ে আবার পুনরায় টাউন ক্লাবের সামনে এসে বাংলাদেশ সাধারন সনাতনী শিক্ষার্থীদের আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশটি শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশে ছাত্র-ছাত্রী,পুরোহিত,শিক্ষক,সাং
ছাত্রদের আলোচনায় হিন্দু সম্প্রদায়ের উপর জঘন্যতম ও বর্বরোচিত অন্যায়-অত্যাচার এবং নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। এসময় বক্তারা অনতিবিলম্বে সকল প্রকার নির্যাতন বন্ধের আহ্বান জানান।বক্তারা আরো বলেন হিন্দুদের নিয়ে অপরাজনীতি যেন না হয়।মন্দির ভাংগা,বাড়ীতে হামলা করা,এবং ধর্মান্তরিত করা থেকে বিরত থাকাসহ সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান উপস্থিত প্রতিবাদ সমাবেশের সকলেই।
মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান যেমন-আমার ভাই মরলো কনে?,হিন্দু বাড়ীতে হামলা কেন? তুমি কে? আমি কে-বাঙ্গালী বাঙ্গালী,আরো অনেক ধরনের হিন্দু নির্যাতনের বিরুদ্ধ স্লোগানে মূখরিতো ছিল।এ সময় ছাত্রী ও মায়েদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার, প্লে-কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ করতে দেখা যায়।
4