পিপিএম পদক পেলেন নওগাঁ পুলিশ সুপার মোঃ রাশিদুল হক

নওগাঁ প্রতিনিধি: স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ রাশিদুল হককে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশের ইতিহাসে গত এক দশকের মধ্যে এবারই সর্বোচ্চ ৪০০ জনকে পদক দেয়া হয়েছে। এদের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জনকে প্রেসিডেন্ট মডেল পুলিশ (বিপিএম)-সেবা’ পদক প্রদান করা হয়েছে। ৯৫ জনের মধ্যে কর্তব্যনিষ্ঠার সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ রাশিদুল হককে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়। এসময় মাননীয় স্বরাষ্ট্র সচিব,মাননীয় আইজিপি জনাব আব্দুল্লাহ আল মামুন,বিপিএম (বার),পিপিএম উপস্থিত ছিলেন। পুরুস্কার প্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী,সরাষ্ট্রমন্ত্রী,আইজিপি ,সম্মানীত রেঞ্জের ডিআইজি ও রাজশাহী বিভাগসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নওগাঁ পুলিশ সুপার মোঃ রাশিদুল হক এবং তিনি তার সহকর্মী ও নওগাঁ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে তিনি একজন বিশ^স্থ ও নির্ভরযোগ্য সহযোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন। পুলিশ সুপার জনাব মো: রাশিদুল হক গত ২৫ আগষ্ট ২০২২ ইং তারিখে নওগাঁ জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন। অত্যন্ত মেধাবী, দক্ষ ও বুদ্ধিদীপ্ত এ কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে নওগাঁ জেলায় দায়িত্ব গ্রহণের পর হতেই জেলা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে আধুনিকায়ন ও অপরাধ দমনে সাফল্য অর্জন, একই সাথে জনগণের আস্থা ও ভালোবাসা প্রতিটি ক্ষণেই বৃদ্ধি পায় সেলক্ষ্যে নিরলস কাজ করছেন। এপর্যন্ত জেলায় সংঘটিত ধানভর্তি ট্রাক ডাকাতি, অটো রাইস মিলে ডাকাতি, গৃহে ডাকাতি, ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাই, ট্রাকভর্তি চাউল ডাকাতি, মাইক্রোবাসে ছিনতাই, নগদ ১৪লক্ষ টাকা ছিনতাই, বদলগাছিতে ১৫/১৬টি দোকানে দস্যুতা, অটোচার্জারচালক হত্যা, মাদ্রাসার ছাত্র হত্যা, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত সময়ে আসামী সনাক্ত, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। জেলা সাইবার ক্রাইম প্রতিরোধ টিম অপরাধ দমনে রয়েছে তৎপর। জঙ্গী/সন্ত্রাসমূলক কার্যক্রম প্রতিরোধে পুলিশের রয়েছে সতর্ক দৃষ্টি। অত্যন্ত পরিশ্রমী, দূরদর্শী ও মানবিক এই পুলিশ সুপার সেবা প্রত্যাশীদের অভিযোগ-অনুযোগ অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। জেলার সকল থানায় নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধি ডেস্কের সেবার মান কাংখিতমানের। কমিউনিটি ও বিট পুলিশিং” ব্যবস্থায় পুলিশি সেবা এখন মানুষের দোরগোড়ায়। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্ব ও দিক-নির্দেশনায় জেলা পুলিশের সকল সদস্য অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দ উৎসব পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের আস্থা ও নির্ভরযোগ্যতা বহুগুণ বেড়েছে পুলিশি সকল কর্মকান্ডে। নওগাঁ জেলায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লোক ভর্তি কার্যক্রম, যা সর্ব মহলে প্রশংসিত। প্রাণ প্রাচুর্যে অফুরাণ এ কর্মকর্তা নওগাঁ জেলার মানুষের জান-মালের রক্ষার অত্যন্ত গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন। অপরাধ ও অপরাধীদের দমনে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ তথা সকলস্থরের সাধারণ মানুষের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক। সহকর্মী, অন্যান্য বিভাগ/প্রতিষ্ঠানের সাথে পারস্পারিক সৌহার্দ সম্পর্ক বজায় রাখায় জেলা পুলিশের সাথে অন্যান্যদের সেতুবন্ধন রচিত হয়েছে উচ্চমাত্রায়। ভবিষ্যতে পুলিশি সেবা প্রদানে তিনি আরও সফলতা অর্জন করতে পারেন সকলের নিকট তার দোয়া প্রার্থণা করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button