পাবনা চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে লাবনী খাতুন (৩৫) ও শিশু রিয়াদ হোসেন (৮) নামের এক প্রবাসীর স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
লাবনীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং রিয়াদের মরদেহ ঝুলছিল পাশের এক গাছে। তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা না গেলেও পুলিশ ধারণা করছে, তাদের হত্যা করা হতে পারে। নিহত দুজন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
এবিষয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না। রাতে কোন এক সময় দুবৃত্তরা তাদের হত্যা করে পালিয়ে গেছে।
স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, লাবনী খাতুন তার শিশুছেলে ও শাশুড়িকে নিয়ে থাকতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কাজ চলমান আছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে।