পবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান 

জহিরুল ইসলাম,পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর নতুন প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ইকোনমিকস এন্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক আবুল বাশার খান।
আজ রোববার (১১ আগস্ট) পবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে নবনিযুক্ত প্রক্টর প্রফেসর আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ, সে আলোকে ক্যাম্পাস সংস্কারে শিক্ষার্থীদের চিন্তা-উপলব্ধি-ভাবনাকে অগ্রগণ্যতা দিয়ে সুন্দর ও শান্তির ক্যাম্পাস উপহার দেয়াই আমার অঙ্গীকার। সেক্ষেত্রে আমি আমার প্রিয় শিক্ষার্থীসমাজ ও সহকর্মীবৃন্দের সহযোগিতা চাই।”
উল্লেখ্য, প্রফেসর আবুল বাশার খান ইতোপূর্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button