মোকছেদুল ইসলাম,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয় পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ১মিনিট নিরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধান্জলি অর্পন করা হয়।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত, প্যারেড পরিদর্শন , বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি,গ্রাম পুলিশ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অভিবাদন ও কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন , জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা। শিশু কিশোর দের ক্রীড়া প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ,, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ পপি খাতুনের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শহীদুজজামান সরকার ৪৭ নওগাঁ ২,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী,পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, পত্নীতলা থানা ওসি (তদন্ত) সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল কবীর চৌধুরী বাবু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিবুর রহমান গোল্ডেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম ,নির্বাচন অফিসার জাহিদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান,পত্নীতলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেফালী খাতুন, পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাসুদুর রহমান, পত্নীতলা ফায়ার এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ রায়হান ইসলাম,জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা (মুক্তা), জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা,সহ বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জন প্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সুধিজন বাংলাদেশ প্রেস ক্লাব পত্নীতলা উপজেলা শাখার সাংবাদিক বৃন্দ,এছাড়া অন্যান্য প্রেসক্লাবের সাংবাদিকবৃদ, প্রমূখ।
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়েছে।