পত্নীতলায় বিজিবি’র ইফতার আয়োজন

কাজী নুরনবী , নওগাঁ প্রতিনিধিঃ সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনসাধারণের সম্মানে ইফতারের আয়োজন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণের সাথে ইফতার ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এই বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

শনিবার (৬ এপ্রিল ২০২৪ )  জয়পুরহাট জেলার সীমান্তবর্তী ধলাহার এমিত খানায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২২০ জন সীমান্তবর্তী জনসাধারণ এবং শিশুদের মাঝে ইফতার সামগ্রী, চকলেট ও বিস্কুট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীমান্তবর্তী জনসাধারণ এবং শিশুদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, বিজিবি, রাজশাহী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি এছাড়াও অনুষ্ঠানে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ শাফায়াত জামিল অনব, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইফতার বিতরণ শেষে বলেন, রোজা সংযমের মাস। এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের এতিম, দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button