পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বাঙালির বর্ষবরণ পালিত

মোকছেদুল ইসলাম ,নওগাঁ : পহেলা বৈশাখ বাঙালিদের প্রানের উৎসব। বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে সারাদেশে। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩১ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হবে বর্ষবরণ।
রবিবার (১৪ এপ্রিল) পত্নীতলা উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান দলীয় পরিবেশনের মধ্যে দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ পপি খাতুনের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা গেট হয়ে চকনিরখীন মোড় প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি,মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।
এসময় পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গাফফার,পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, তদন্ত কর্মকর্তা (ওসি)সেলিম রেজা,পত্নীতলা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা,উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেফালী খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাসুদুর রহমান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিল্পীরা অংশগ্রহণ করে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button