পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: `নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে পত্নীতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এক শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার ।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কুবরা মুক্তা, বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ব্র্যাকের বরেন্দ্র প্রজেক্টের প্রোগ্রাম অর্গানাইজার দিপক কুমার সরকার, হাঙ্গার প্রজেক্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আছির উদ্দিন, পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।