পটুয়াখালী প্রতিনিধি: জলবায়ু বিপর্যয় মোকাবিলায় পটুয়াখালী জেলার স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে বরিশালে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব শওকত আলী।
বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল রেসকেইউ কমিটি এর সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগোনারী’র বাস্তবায়নে বরিশাল বিভাগের এই সভায় জাতীয় অভিযোজন পরিকল্পনার আলোকে স্থানীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষক এবং জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও ও যুব প্রতিনিধিরা মতামত প্রদান করেন।