“ন্যাপকিন বিতরণ ও হিমোগ্লোবিন প্ল্যাটফর্ম কর্মসূচি : নীলফামারীতে নারী স্বাস্থ্য ও সচেতনতায় জেলা প্রশাসনের উদ্যোগ”

 

আনোয়ার হোসেন , নীলফামারী: নারীর স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও রক্তদানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মেলাবর দ্বীমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে স্যানেটারি ন্যাপকিন বিতরণ ও ‘হিমোগ্লোবিন’ নামক একটি ডিজিটাল রক্তদান প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এই আয়োজনের মাধ্যমে প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পাশাপাশি ‘হিমোগ্লোবিন’ নামের একটি ডিজিটাল রক্তদানের প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা স্বেচ্ছায় নিজেদের রক্তের গ্রুপ ও স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য জমা দেয়। এই তথ্য ভবিষ্যতে জরুরি রক্তের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন,”আমাদের লক্ষ্য—স্কুলের একটি মেয়েও যেন ১৮ বছরের আগে ঝরে না যায়। বাল্যবিবাহ রোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নারী শিক্ষার বিস্তার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি সুস্থ, সচেতন ও আত্মনির্ভর জাতি গড়তে পারি।”

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,”আমরা কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ এবং মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা, স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম এবং পরিবেশবান্ধব উদ্যোগ চালু করে এই উপজেলাকে গ্রিন অ্যান্ড ক্লিন উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।”

আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও এলাকার সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button