নো হেলমেট, নো ফুয়েল’ শ্লোগান নিয়ে মাঠে নওগাঁর পুলিশ

কাজী নূরনবী নাইস, নওগাঁঃ সড়ক গুলিতে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধ ও চালকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে নওগাঁয় ‘নো হেলমেট, নো ফুয়েল’স্লোগানের মাধ্যমে মাঠে নেমেছে জেলা পুলিশ।

(২ জুন) রোববার সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। সে সময় সেখানে পুলিশের উদ্যোগে জনগনের দৃষ্টি আকর্ষণ করতে অস্থায়ী হেলমেটের দোকান বসানো হয়। সেই সঙ্গে যদি হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনারোধে সতর্কতা অবলম্বন ও সচেতনতা বৃদ্ধি জন্য ওই দোকান থেকে স্বল্পমূল্যে হেলমেট দেওয়া হয়। সে সঙ্গে যারা আইন মেনে তেল নেন তাদেরকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। এরপর শহরের বিভিন্ন সড়কের মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামূলক লিফলেট ফ্ল্যাগ বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, সড়কে দুর্ঘটনা রোধে সবার সচেতনতা জরুরি সবাই কে আইন মেনে চলার জন্য আহ্বান জানান। মোটরসাইকেল চালকদের সকলকেই অবশ্যই মাথায় হেলমেট পরিধান করে রাস্তায় বের হতে অনুরোধ করেন। সড়ক দুর্ঘটনায় জীবনহানি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম স্লোগান বাস্তবায়নে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন ‘নো হেলমেট, নো ফুয়েল’ স্লোগানকে সামনে রেখে পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের তেল না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জেলা পুলিশের এ অভিযান কর্মসূচি চলমান থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফৌজিয়া হাবিব খান ট্রাফিক ইন্সপেক্টর আফজাল হোসেন ও সদর মডেল থানার ওসি জাহিদুল হক সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button