নীল কমল নৌ পুলিশ ফারির অভিযানে হাইমচরে ৯০০ কিলো ঝাটকা জব্দ

মহাসীন উদ্দিন,শরীয়তপুর: গত মঙ্গলবার ২ এপ্রিল  চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মধ্যে চরে নীলকমল নৌ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ মমিন উদ্দিন অভিযান পরিচালনা করে ৯০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেন।
নৌ পুলিশ ফারির ইনচার্জ   উপ-পরিদর্শক এ এস আই মোঃ মমিন উদ্দিনের থেকে জানতে চাইলে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে একটি বড় ঝাটকা ইলিশ চালান যাবে। তথ্য পেয়ে আমি ও আমার নীল কমল নৌ পুলিশ বাহিনীর একটি টিম নিয়ে মধ্যে চরে নজর রাখি এবং মঙ্গলবার বিকেল ৪ – ৫ দিকে ৯০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করি। অবশ্য ধুরন্দর ঝাটকা ব্যাবায়ীরা আমাদের নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে ঝাটজা ইলিশ রেখে পালিয়ে যায়। জব্দকৃত ৯০০ কেজি ঝাটকা যার বাজার মুল্য ৩ লক্ষ ষাট হাজার টাকা,যা হাইমচর উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে আশপাশের এতিমখানা,মাদ্রাসা সহ গরিব অসহায় দুস্থদের মঝে বিতরন করা হয়।
তিনি আরও বলেন,যে সকল অসাধু ব্যাবসায়ীরা নদী পথে আইনি বাধা নিষেধ অবমাননা করে ও বেআইনি কর্যক্রমের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button