নীলফামারীতে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

আনোয়ার হোসেন,নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ , অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে এ মানববন্ধন শুরু হয়, এতে প্রায় কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে এ বিক্ষোভ ও মানববন্ধন শেষ হয়। অভিযুক্ত যুবক সদর ইউনিয়নের চেংমারী এলাকার সুলতান আলীর ছেলে ডালিম মিয়া।

এসময়ে বক্তারা বলেন, ভুক্তভোগী গত বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে তার বোনের বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হওয়ার কারণে রাস্তা ফাকা থাকায় তাকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিশু চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন। সে সময় এলাকাবাসীকে দেখে ডালিম পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তারা আরও বলেন, গত বৃহস্পতিবারের ঘটনা আজকেও আসামীকে পুলিশ ধরলো না আমাদের জন্য বিষয়টি দুঃখজনক। আমরা চাই আসামীকে
দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সে একজন শিশুকে ধর্ষণ করেছে আমরা তার ফাঁসি চাই। তাকে দ্রুত গ্রেফতার না করলে আমরা আরও বড় আন্দোলন গড়ে তুলব।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন এ বিষয়ে একটি মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে অপরাধীকে আইনের আওতায় নেয়া হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button