আনোয়ার হোসেন, নীলফামারী: নীলফামারীর সদরে পরোকিয়ার জেরে লেবু মিয়া (২২) নামে এক স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ( ১১ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। এর আগে বুধবার নীলফামারী বাজারের শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নি*হত লেবু মিয়া ওই গ্রামের শাহাবুদ্দিন আলীর ছেলে। গ্রেফতারকৃতরা হলেন, নি*হতের স্ত্রী খোকশাবাড়ী এলাকার মিন্টু মিয়ার মেয়ে সাথী আক্তার (২০) ও নিহতের শাশুড়ী ওই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী ছাবিনা বেগম ( ৪৪)। পুলিশ সূত্রে জানা যায়, নি*হত লেবু মিয়া নোয়াখালীতে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়ীতে আসেন। পরে তার স্ত্রীসহ শশুড় বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে এসে তারা নীলফামারী শহরে ঈদের কেনাকাটা করে বাড়িতে এসে রাতে স্ত্রীসহ তার শয়ন কক্ষে ঘুমাতে যায়। পরেরদিন সকালে লেবু মিয়ার মা তার বউকে বাড়িতে রেখে বাইরে যায়। এসময় লেবু মিয়ার বাবাকে কল করে তার অসুস্থার কথা জানায় তার শাশুড়ী। পরে তিনি বাড়িতে এসে দেখেন তার ছেলে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছেন এবং গলায় কালো দাগ ৷ তখন তিনি বাইরে এসে চিৎকার করে কান্নাকাটি করলে প্রতিবেশীরা এসে দেখেন লেবু মিয়া মারা গেছেন। পরে লেবু মিয়ার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তার স্ত্রী ও শাশুড়ীকে গ্রেফতার করেন।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তানভিরুল ইসলাম বলেন, স্বামীর সাথে অন্য মেয়ের প্রেমের সম্পর্ক এবং স্বামী নোয়াখালী, কুমিল্লা এলাকায় কাজে যেতো এতে করে সাথীর সঙ্গে প্রায় সময় মোবাইলে ঝগড়া হত। নিজেদের মধ্যে মোবাইল উত্তপ্ত কথা বার্তা থেকেই ঠান্ডা মাথায় সাথী তার স্বামীকে হত্যা করেছে। তদন্তকারী কর্মকর্তাকে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। লেবু মিয়ার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী ও শাশুড়ীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।