আনোয়ার হোসেন,নীলফামারী: রোববার (১৪ ই এপ্রিল) রাতে নীলফামারী শহরের গোড়গ্রাম ইউপির হাজীগঞ্জ বাজারে শুয়ে থাকা এক ভারসাম্যহীন নারীকে তুলে নিয়ে ধধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ ।
সোমবার (১৫ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
আটককৃতরা হলেন, বড়াইবাড়ী কিত্তনিয়াপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আতাউর রহমান (৩৫), কিত্তনিয়াপাড়া ডুংকীটারী গ্রামের সুলতান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৯), গোড়গ্রাম কীর্তনীয়াপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে আলী হোসেন (৪৫), কিত্তনিয়াপাড়া হাজীপাড়া গ্রামের কান্দুরা মামুদের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), কীত্তনীয়াপাড়া ডুঙকীটারী গ্রামের মৃত হাফিজের ছেলে গোলাম মোস্তফা (৪২) ও গোড়গ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে জামিয়ার রহমান (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী একজন মানসিক ভারসাম্যহীন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রাত্রিযাপন করে থাকেন। রোববার রাতে তিনি হাজীগঞ্জ বাজারের এক দোকানের সামনে শুয়েছিলেন, এসময় অভিযুক্তরা তাকে সুকৌশল অন্ধকারে নিয়ে গিয়ে মুখ চেপে ধ*র্ষণ করেন। পরে বিষয়টি জানা জানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।’
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘একজন ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধ*র্ষণের ঘটনা ঘটে। পরে ওই এলাকার ইউপি চেয়ারম্যান অভিযুক্তদের আটক করে থানার খবর দিলে পুলিশ গিয়ে তাদের নিয়ে আসেন। এবিষয়ে মামলা দায়ের করে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।’