নীলফামারীতে বিনামূল্যে বই বিতরণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বই উৎসব উপলক্ষে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। আজ সোমবার সকালে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাধ্যমিক, দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ও কারিগরিসহ ২০২৪ শিক্ষাবর্ষে জেলায় বরাদ্দ প্রায় সাড়ে ৩৬ লক্ষ কপি বই। এরমধ্যে ৩০ লক্ষ বই পেয়েছি এবং বিতরণ হয়েছে প্রায় ২০ লক্ষ। 

এসময় নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশিদা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান প্রমূখ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button