আনোয়ার হোসেন নীলফামারী: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় মোর্শেদা খাতুন (১৯) নামে অনার্স পড়ুয়া এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মোর্শেদা ওই এলাকার মোকলেছের কন্যা। এলাকাবাসী সূত্রে জানা যায়, মোর্শেদা খাতুন মেধাবী ছাত্রী ছিলেন। সোমবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের ধারণা, প্রেমের কারণে সৃষ্ট কোনো জটিলতায় তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, ‘লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।