জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ট্রাকের নিচে চাপা পড়ে অতুল বর্মন (৫৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন। রোববার ,২৫ ফেব্রুয়ারি,আজ দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার হিচমী বাইপাস হানাইল কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতুল বর্মন জয়পুরহাট সদরের বামনপুর চারমাখা দত্তপাড়া এলাকার মৃত শর্বেশ্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিচমী বাইপাস সড়কে পুরানা পৈলের দিকে একটি ট্রাক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত ভ্যানে অতুল বর্মন আলু নিয়ে যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকায় ভ্যানের পেছনের চাকার এক্সেল ভেঙে ট্রাকের সামনে ধাক্কা লাগে। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে লেগে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন।
জয়পুরহাট থানার (ওসি) হুমায়ুন কবির বলেন, ট্রাক চালককে পাওয়া যায়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে, সেটি খাদে পড়ে আছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।