নলছিটিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২৪ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সমাপ্তি রায়, নলছিটি থানা অফিসার ইন চার্জ মো. মুরাদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি পৌর মেয়র আ. ওয়াহেদ খান, কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, নাচনমহল ইউ‌পি চেয়ারম‌্যান সিরাজুল ইসলাম সেলিম, মোল্লারহাট ইউ‌পি চেয়ারম‌্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু, মগর ইউপি চেয়ারম্যান শাহীন আহম্মেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন একাডেমিক সুপার ভাইজার মো. বদরুল আমিন ও প্রভাষক মো. আমির হোসেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button