জেলা প্রতিনিধি নওগাঁঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ জেলা শাখার উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও শহর প্রদিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২রা নভেম্বর ২০২৪ শনিবার সকাল ১০.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ জেলা শাখার উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে জেলা কার্যালয় কেডির মোড় হইতে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক মুক্তির মোড় বাটার মোড়, ব্রিজের মোড়, গনিবীতান, সোনার পট্টি, পুরাতন কোর্ট এলাকা শহর প্রদিক্ষণ করে,পরে র্যালি জেলা কার্যালয় কেডির মোড়ে এসে শেষ হয়।
র্যালিতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি এবিএম মাজহারুল হক (কমল) সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম (মিঠু) সহ-সভাপতি সেজাদুল ইসলাম (রতন) যুগ্ম সম্পাদক রুহুল আজিম (বাবু) সাংগঠনিক সম্পাদক মুকুট রানা, দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার পলাশ।এতে আরো অংশ গ্রহণ করেন জেলা পৌর থানা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতা কর্মীরা।
জেলা কার্যালয় কেডির মোড়ে র্যালি শেষে বক্তব্য দেন জাতীয়তাবাদী সমবায় দল জেলা শাখার সভাপতি এবিএম মাজারুল হক (কমল) সহ সভাপতি মোঃআতিকুল ইসলাম (মিঠু) সাংগঠনিক সম্পাদক মুকুট রানা,দপ্তর সম্পাদক মোঃশাহরিয়ার পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন জাতীয়তাবাদী সমবায় দল ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ কে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে সর্বদা রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলকে আরো সুসংহোত করে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। পরে সভাপতি তার বক্তব্য শেষে র্যালি সমস্ত ঘোষণা করেন