নওগাঁর সাপাহারে দূর্বৃত্তের লাঠির আঘাতে জামায়েত নেতার মৃত্যু

 

কাজী নূরনবী, জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর সাপাহারে দূর্বৃত্তের লাঠির আঘাতে আহত জামায়াতে ইসলামী বাংলাদেশ’ সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী ও আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্হিল কাফি’র মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০আগষ্ট) রাত্রি ১০টার দিকে জামায়াত নেতা আব্দুল্লাহ হিল কাফি ও আহমাদুল্লাহ নামের তার এক সাথী দু’জনে উপজেলার আশড়ন্দ বাজার এলাকা হতে দলীয় প্রোগ্রাম শেষে মোটর সাইকেলে সাপাহারে ফিরছিলেন। পথিমধ্যে তারা সাপাহার সদরের অদুরে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে দূর্বৃত্তরা রাস্তায় রশি দিয়ে তাদের পথ রোধ করে এবং দু’জনকে মোটরসাইকেল হতে নামিয়ে পাশের আমবাগানে নিয়ে গিয়ে তাদের মাথায় সজোরে আঘাত করে এবং তাদের নিকট থেকে টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মোটরসাইকেলটি নেয়ার চেষ্টা করে। এসময় তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এসময় দূর্বৃত্তের লাঠির আঘাতে চালক আহমাদুল্লাহর মাথায় হেলমেট থাকায় তিনি প্রাণে বেঁচে গেলেও জামায়াত নেতা আব্দুল্লাহহিল কাফির মাথা ফেটে রক্তক্ষরণ হতে থাকে পরে লোকজন তড়িঘড়ি করে রাতেই তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

মৃত জামায়াত নেতা সাপাহার উপজেলার কাওয়াভাসা গ্রামের মাওলানা আব্দুর রহিমের ছেলে তিনি দির্ঘদিন ধরে সাপাহার উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবনাথ এর সাথে কথা হলে তিনি জানান যে, এবিষয়ে সাপাহার থানায় একটি খুন সহ ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button