নয়ন পাল আতাইকুলা পালপাড়া গ্রামের মৃত নিধুবন পালের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার পরিবারের দাবি- নয়ন পাল বেশকিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নয়ন। এরপর রাতে কোন এক সময় তিনি বাড়ির বাহিরে যান। সোমবার সকাল ৬টার দিকে তার পরিবার ও স্থানীয়রা বাড়ির সামনে আম গাছের সাথে গলায় রশি পেঁচানো ফাঁস দেওয়া অবস্থায় নয়ন পালকে ঝুলতে দেখেন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।
রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নয়নের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।