
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সভা করেছে উপজেলা যুবদল। সোমবার উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম জেমস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ আলী মন্ডল, মাজেদুল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, রাজু, আনোয়ারসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে- গোপন তৎপরতায় গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, দেশে আইশঙ্খলা পরিস্থিতি অবনতি এবং শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।




