রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৈশোর কর্মসূচির ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মৌসুমী এনজিও’র বাস্তবায়নে ও পিকেএসএফ এর সহযোগিতায় এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এতে উপজেলা কৈশোর কর্মসূচির বিভিন্ন ক্লাবের ১০০ জন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম ও রাণীনগর কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার নাইস পারভীন প্রমুখ।