নওগাঁর রাণীনগরে টমটমের ধাক্কায় শিশু নিহত

 রাণীনগর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ব্যাটারি চালিত অটো টমটমের ধাক্কায় আড়াই বছর বয়সি শিশু নেহা আক্তার নিহত হয়েছেন। বরিবার উপজেলার নগরব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু নেহা আদমদিঘীর প্রাণনাথপুর গ্রামের সিলনের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু নেহার বাবা-মা ঢাকায় চাকুরি করেন। আর নেহা তার নানির বাড়ি রাণীনগর উপজেলার গবিন্দপুর গ্রামে থাকেন। রবিবার নেহার নানি নেহাকে সঙ্গে নিয়ে উপজেলার কাশিমপুরে তার এক আত্মীয়’র জানাজায় যান। জানাজা শেষে সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার জন্য নগরব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নেহা হেটে রাস্তায় গেলে একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন শিশু নেহা। এমতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু নেহাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় শিশু নেহার মৃত্যুর খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button