পত্নীতলা,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ৮ মে ২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য কে সামনে রেখে পত্নীতলা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা পরিষদ চত্ত্বরের মাঠে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে থেকে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ পপি খাতুন, পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেফালী খাতুন, নওগাঁ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুর রহমান,পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাসুদুর রহমান, নওগাঁ সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কৃষ্ণা রানী পাল, আএাই উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রাজা আহমেদ প্রমুখ, উপস্থিত ছিলেন। আগামী ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ৭৪টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১২০০ জন সদস্যদের মাঝে ৮৫০ জনকে দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়।
3