কাজী নূরনবী নাইস,জেলা প্রতিনিধি, নওগাঁ :নওগাঁর চন্ডিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন নওগাঁ সদর- ০৫ আসনের সাংসদ ব্যারিষ্টার নিজামউদ্দিন জলিল জন। আজ ০৩.০৭.২৪ ইং বিকেল ৫.৩০ টায় চন্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লা তরন সংঘ আয়োজিত নওগাঁ সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও চন্ডিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও সংঘের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর ০৫ আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগন।
সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার ছাড়া ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রেজা তুহিন, চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান খুরশিদ আলম রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আলমগীর ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা এসএম নূরুননবী (বাবলু)
মাদার মোল্লা তরুণ সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুন সংঘের সভাপতি মোঃমানিক মন্ডল,এতে বক্তব্য রাখেন ইউনিয়নে চেয়ারম্যান খুরশিদ আলম রুবেল সহ অতিথি বৃন্দরা।সভাপতি মানিক মন্ডল তার বক্তব্যে মাদার মোল্লা তরুণ সংঘের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরেন এবং তরুণ সংঘ এলাকার অনেক পুরনো সংগঠন তাই আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি হওয়ায় ক্লাবটি নতুন করে উপরের অংশ বর্ধিতকরণের আবেদন জানান। প্রধান অতিথি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন প্রথমে বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদ এর শুভ উদ্বোধন করেন। পরে তরুণ সংঘ আয়োজিত অনুষ্ঠানে তার বক্তব্যে মাদার মোল্লা তরুণ সংঘের বর্ধিতকরণের আশ্বাস দেন এবং তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।
সদর আসনের
সাংসদ ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন এবং মুক্তি যোদ্ধাদের বিভিন্ন বিষয় সমস্যার কথা শোনেন এবং তাদের সমাধানের আশ্বাস দেন এবং তাদের হাতে উপহার তুলে দেন।
এই পুরনো তরুণ সংঘ সংগঠনটি ১৯৬৫ সালে এলাকার বেশ কিছু মুরুব্বিগন মিলে প্রতিষ্ঠিত করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ নেই,সেই সময় প্রথম সভাপতিন হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন মরহুম কাজী মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃনবিবর রহমান।তাদের সমন্বয়ে প্রথম সংগঠনটির যাত্রা শুরু হয়
এই পুরনো সংগঠনটির।
প্রতিষ্ঠা সদস্যের মধ্যে মরহুম রহমান স্যার, কাজী মোহাইমিন মোস্তফা,মরহুম রাজ্জাক মাঝি,মরহুম কাজী বায়জিদ বোস্তাম (বাচ্চু),মরহুম বদের খাঁ,মুক্তিযোদ্ধা গফুর মন্ডল,মো:মোজাফফর হোসেন, মো:মোফাজ্জল মাষ্টার, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আনছার আলি ও মরহুমকাজী মোফাজ্জল হোসেন প্রমুখ