কাজী নূরনবী নাইস ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে এই বিষয়টি কে সামনে রেখে নওগাঁয় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা।পরে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান (পিপিএম), জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু সহ উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ ও উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। ফলে জনগন ঘর থেকে বসে সেবা পাচ্ছেন,এই ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের আরো স্মার্ট হতে হবে।
ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে। পরে বেশ কিছু ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরনের (এল এ) চেক প্রদান করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চত্বরে তিনটি স্টলের মাধ্যমে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্টরা