নওগাঁয় সন্ত্রাসীদের হামলায় তিন ভাই গুলিবিদ্ধ

কাজী নূরনবী, জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁয় শহরের ইয়াদ আলীর মোড়ে স্থানে সন্ত্রাসী হামলায় তিন ভাই গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তারা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২) ও শফিকুল ইসলাম (৪৫)।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করলে স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা গুলি চালায় এবং দেশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ওয়ান শুটার গান ফেলে যায়।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, ‘হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের পরিচয় জানতে কাজ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ানশুটার গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button