
কাজী নূরনবী নাইস,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় সামাজিক সংগঠন লিল ফুকারা- ই-ওয়াল মাসাকিনের উদ্যোগে শেলাই মেশিন বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪ ঘটিকায় নওগাঁয় নামাজগড় মাদ্রাসা পাড়ায় উক্ত শেলায় মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও নওগাঁ-০৫ (সদর) জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডঃ আসম সায়েম।
সংগঠনের সভাপতি মাওঃ আবু দাউদের সভাপতিত্বে, মাষ্টার মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, সংগঠনের সেক্রেটারী মাহমুদুর রহমান মিশু প্রমূখ বক্তব্য রাখেন।
ইতিপূর্বে সংগঠনের উদ্যোগে মোট ২৩টি শেলায় মেশিন বিতরন, দাফন সহায়তা, বিবাহ, গৃহ নির্মান,শিক্ষা সহায়তা, ঈদ উদযাপন সহায়তা, এতিমের সহায়তা করে আসছে। সংগঠনটি জনকল্যাণমুখী কাজে জনগনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে থাকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্মসংস্থান তৈরীতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। সমাজের বিত্তবানদের সামাজিক কাজে সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান।তবেই দেশের বেকার মানুষ নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে।




