নওগাঁয় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

কাজী নূরনবী,জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁয় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১.১২.২৪ ইং শনিবার নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় মেইন রোড সংলগ্ন সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত “বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি,নওগাঁ”র আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি চলে। “বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি নওগাঁ”র সমন্বয়ক আলীমুর রেজা রানা (সাধারণ সম্পাদক: সিপিবি, নওগাঁ সদর থানা শাখা)’র সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎপল সাহা। এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম পবলু, দেওয়ান কামরুল আহসান (শাহীন), ওবায়দুর ইসলাম (ব্যাংকার), সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, মাহবুবুল আলম (আলো), এস এম রাশিদুল আলম (সাজু) সহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন এই কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন বিগত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির চালিকা শক্তির একটি অংশ নেস্কো কোম্পানির কর্মচারীরা সম্প্রতি নওগাঁ জেলা শহরের বাসায় বাসায় গিয়ে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করছে। যা মূলত জনগণের স্বার্থ উপেক্ষা করছে। অবিলম্বে বক্তারা বিদ্যুতের এই প্রিপেইড মিটার স্থাপন বন্ধে নেস্কো কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছেন। বক্তারা আরো বলেন নেস্কো কোম্পানি যদি জনগণের স্বার্থ উপেক্ষা করে অবিলম্বে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেন। নওগাঁ জেলা শহরের পার-নওগাঁর মধ্যপাড়ায় বসবাসকারী মিন্টু দাসের সঙ্গে কথা বলে জানা যায় সম্প্রতি তার বাড়িতে গত ১৮ই ডিসেম্বর বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। সে নেস্কো কোম্পানির প্রিপেইড মিটার স্থাপনের কর্মচারীদের মাধ্যমে জানতে পেরেছে যে, এখন থেকে তাকে এই মিটার বাধ্যতামূলক ব্যবহার করতে হবে এবং আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহারে বেশি বিল টানতে হবে। স্বল্প আয়ের মিন্টু দাস বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ইতোমধ্যে নওগাঁয় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধ সংক্রান্ত এই মানববন্ধন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যম কর্মীগণ নেস্কো কোম্পানির প্রতি দৃষ্টি আকর্ষণ করার প্রস্তুতি সম্পন্ন করেছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button