কাজী নূরনবী, জেলা প্রতিনিধি নওগাঁ: আজ ১৭ নভেম্বর সকাল ১১.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ জেলা শাখার উদ্যোগে ৭ই নভেম্বর বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে এক কর্মী সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১.০০ টায় জেলা সমবায় অফিসের কনফারেন্স রুমে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মীসভা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল জেলা শাখার নেতৃবৃন্দ।
এতে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাভাপতি এবিএম মোজাহারুল হক (কমল) সহ-সভাপতি আতিকুল ইসলাম(মিঠু), মাহাফুজুর রহমান( চন্চল) সেজাদুর ইসলাম রতন
সাধারণ সম্পাদক – মোঃমশিউর রহমান (সোহাগ) যুগ্ম- সম্পাদক মোঃরুহুল আজিম(বাবু) সাংগঠনিক সম্পাদক – মুকুট রানা,সহ দপ্তর সম্পাদক – পিন্টু মন্ডল সহ জেলা থানা পৌর ও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পযার্য়ের নেতা কর্মী।
সভাপতি তার বক্তব্যে বলেন, দেশে ও জাতির উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিকল্প নাই,তিনি আরো বলেন এই মূহুর্তে তারেক রহমান মতো দেশ প্রেমিক নেতা দেশে থাকা খুবিই জরুরী, সাধারণ সম্পাদক মোঃমশিউর রহমান সোহাগ বলেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয়বাদী সমবায় দল জনগণের সেবক হয়ে কাজ করবে এবং জনসাধারণ কে আরো সমবায় মুখি হিসবে গড়ে তুলবে এবং ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস কে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল।