মোঃআদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ সেপ্টেম্বর) বিকালে ধামরাই থানা ও পৌর বিএনপি’র আয়োজনে পৌর শহরের আইনঙ্গনে অবস্থিত কিষান এগ্রো ফুডের বিতরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিঃ সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, সাধারন সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান,সিনিঃ সহ- সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারন সম্পাদক আশিকুজ্জামান স্বপন, যুগ্ম সাধারন সম্পদক অলিউর রহমান উজ্জল,সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামরাই থানা বিএনপি’র যুববিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন।