ধামরাইয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেলে ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ধামরাই উপজেলা ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রাম করে হামলা ও মামলার স্বীকার হয়ে নির্যাতিত হয়েছে তাদের নেতৃত্বে ধামরাই বিএনপি পরিচালিত হবে। যারা গাছের আগা গোড়া খেয়েছেনআওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে রাজনীতি করেছেন তাদের সাবধান হওয়ার হুঁশিয়ারি করেন যুবদল নেতা মুরাদ।
এ সময় তিনি আরও বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button