মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও এলাকার কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের অনিয়ম -দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা।
বুধবার (২১ আগস্ট) সকাল দশটায় কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেনের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ করে প্রধান শিক্ষককের পদত্যাগ সহ দুর্নীতির দায়ে শাস্তির দাবি জানিয়ে স্কুল সংলগ্ন বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রধান শিক্ষকের পদত্যাগ চাই পদত্যাগ চাই বলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আমাদের ক্লাসরুমে ফ্যান নাই অথচ প্রধান শিক্ষকের রুমে চারটা ফ্যান। আমাদের ব্যবহারের টয়লেট ভাঙ্গাচুরা ও অস্বাস্থ্যকর কিন্তু তার নিজের ব্যবহারের জন্য টয়লেট ভালো। তিনি স্কুলে আসেন সারাদিন তার অফিস কক্ষে বসে মোবাইলে ভিডিও দেখেন কখন কোন ক্লাস হয় বা হয় না তিনি কোন খেয়াল রাখেন না। বিদ্যালয়ের জন্য টাকা বরাদ্দ আসলে সেগুলো কোথায় যায় আমরা জানতে চাই। এমন অযোগ্য প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আমরা।
অভিভাবকরা জানান, বহিরা গতরা এসে আড্ডা দেয় সে বিষয়ে প্রধান শিক্ষক কোন পদক্ষেপ নেন নাই। এছাড়া ওনি ফরম পূরণে বেশি টাকা নেন। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে তিনি কোন কাজই করেন না।
এবিষয়ে প্রধান শিক্ষককের বক্তব্যের জন্য তার অফিস কক্ষে গিয়ে জানা যায় তিনি বিদ্যালয়ে আসেননি। ফোন দিলে তিনি বলেন আমার শরীর অসুস্থ্য। আন্দোলনের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের কি অভিযোগ আছে তা তারা জানিয়ে দিক