মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল হোসেনকে (২৬) পেটে ছুড়ি ঢুকিয়ে হত্যা চেষ্টাকারী আবুল হোসেন এর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আহত ইসমাইল পৌরসভার পাঠানটোলা এলাকার মৃত ইস্রাফিল হোসেনের ছেলে। হামলাকারী আবুল হোসেন পৌরসভার কালিয়াগার এলাকার মৃত আজগর আলীর ছেলে।
সোমবার (১৯ আগষ্ট) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয়রা জানান গত শনিবার ১৭ আগষ্ট আবুল হোসেন তার দলবল নিয়ে ইসমাইলকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে, পেটে ছুড়ি ঢুকিয়ে হত্যার চেষ্টা করে পরে এলাকার লোকজন আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রুগীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় রেফার্ড করে। বর্তমানে ইসমাইল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
রাকিব বলেন, আমাদের এলাকার ছেলে ইসমাইল। সে খুবই ভালো। কিন্তু সন্ত্রাসী আবুল তাকে হত্যার উদ্দেশ্য ছুরি দিয়ে আঘাত করে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আবুলের বিচার চাই।
এঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।