ধামইরহাট সীমান্তে চালানসহ ৩ মাদক পাচারকারী আটক

নওগা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক, স্বর্ণ ও টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৮ এপ্রিল ) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপির নায়েক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে স্পেশাল অপারেশ টিম কর্তৃক ধামইরহাট সীমান্তে অভিযান পরিচালনা করে ভারত সীমান্ত হতে মাদক পাচারের সময় বস্তাবর এলাকা হতে ০৩জন মাদক পাচারকারীকে ৬০০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টাডল) সহ আটক করতে সক্ষম হয়।

আটকৃত মাদক পাচারকারী (ক) মোঃ আরফান(৩০), (খ) মোঃ আঃ জব্বার(২৮), উভয়ের পিতাঃ মোঃ ফুল মিয়া, গ্রাম-মাহিসন্তোষ, (গ) মোছাঃ শরিফা বেগম(৩৫), স্বামীঃ মোঃ বিপ্লব, গ্রাম-বস্তাবর, সকলের থানা-ধামইরহাট, জেলা-নওগাঁকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটকরা হলেন- ধামইরহাট থানার চককাশিপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ছাবিনা বেগম (৪০), হযরতপুর গ্রামের শাকিল হোসেন (২৩) ও তার স্ত্রী ছালমা খাতুন (১৯), লোদিপুর গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী কুলসুম বেগম (১৭) এবং পাথরঘাটা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৮)।

আটকৃত সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার নেটওয়ার্ট গড়ে তুলেছে এবং বিজিবি গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয়।  নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে মাদকের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি ।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button