ধামইরহাটে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে তাঁদের আটক করা হয়েছে।

আটকেরা হলেন ধামইরহাট উপজেলার মুকুন্দপুর এলাকার শ্রী. নিত্য সরকার (২৪) এবং জয়পুরহাটের সদর উপজেলার বিল্লা গ্রামের শাহিদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের মো. সিফাত হোসেন (১৮)। তাঁরা কম্পিউটারে পর্নো ভিডিও সংরক্ষণ করে বিক্রি করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-৫।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে তিন যুবক ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে নিজেদের দোকানে কম্পিউটারের হার্ডডিস্কে পর্নো ভিডিও এবং অশ্লীল সিনেমা ও গানের ভিডিও রেখে ব্যবসা করে আসছিলেন। টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের কাছে এসব ভিডিও সরবরাহ করতেন তাঁরা।

র‍্যাব আরও জানায়, বিষয়টি তদন্তের মধ্য দিয়ে সত্যতা পাওয়ায় আজ ভোরে মঙ্গলবাড়ী বাজারে তাঁদের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিব বলেন, ‘র‍্যাবের হাতে গ্রেপ্তার তিন যুবকের মধ্যে দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অন্যজন র‍্যাবের হেফাজতে আছে। আটকদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button