নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে তাঁদের আটক করা হয়েছে।
আটকেরা হলেন ধামইরহাট উপজেলার মুকুন্দপুর এলাকার শ্রী. নিত্য সরকার (২৪) এবং জয়পুরহাটের সদর উপজেলার বিল্লা গ্রামের শাহিদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের মো. সিফাত হোসেন (১৮)। তাঁরা কম্পিউটারে পর্নো ভিডিও সংরক্ষণ করে বিক্রি করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-৫।